সঠিক চিকিৎসার জন্য অর্থের আবেদন


৭নং বড় আলম পুর ইউনিয়নের শিমুল বাড়ি গ্রামের মৃত্যুে তমিজ উদ্দিনের ছেলে অসহায় হত-দরিদ্র মোঃমফিদুল ইসলাম অসুস্থ অবস্থায় রংপুর নর্থ র্স্টার হাসপাতালে ভর্তি আছেন,অর্থের অভাবে চিকিৎসার সংকট অবস্থায়, জানা গেছেন তাকে সুস্থ করতে প্রায় ২-৩মাস ডেসিং করা লাগবে। এতে ২ লক্ষ ৩০হাজার প্রয়োজন। 

ডক্টর MBBS,LCGS সার্জারি প্রাপ্ত, মোঃশাহিনুর আলম অসহায়

মফিদুল ইসলামের চিকিৎসা দিচ্ছেন। তার চিকেৎসা জন্য দৈনিক  ৮হাজার  টাকার প্রয়োজন, এই রকম প্রায়  ২ লক্ষ ৩০ হাজার  টাকার লাগবে। ,অসুস্থ মফিদুলের পরিবার থেকে তা বহন করা অসম্ভব। 

তাই  যদি কোন সহৃদয়বান ব্যাক্তি সাহায্য করেন-তাহলে গরীব অসহায় যুবক ছেলেটি সুস্থ হয়ে তার পরিবারের ছেলে-মেয়েদের মাঝে হাসি মুখে আবারও ফিরে আসবেন  ইনশাআল্লাহ । 

Post a Comment

Previous Post Next Post