প্রেমের ফাদে পড়ে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা

ওবাইদুর রহমান জিলানী ঈশ্বরদী (


পাবনা)প্রতিনিধি : লালপুর থানাধীন ১০ নং কদিনচিলান ইউনিয়নের কদিম চিলান পুকুর পাড়া গ্রামের মোঃতমেজ উদ্দিন সরদার এর ছেলে মোঃ তরিকুল ইসলাম এর সাথে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ মোজদার ওরফে মাজদার এর নিয়ে মোছা : তন্নি আক্তার সাথে চাঁদপুর -১ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করা কালীন সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বর্তমানে  তন্নি আক্তার চাঁদপুর -১ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাদের এই প্রেমের সম্পর্ক এক পর্যায়ে শারীরিক সম্পর্কে রূপান্তর হয়, আর যার পেক্ষাপটে মেয়েটি বর্তমানে চার মাসের গর্ভবতী বলে জানা যায়। মেয়েটি উপায়ন্তর না পেয়ে গতকাল ( ১৩জুন) বিকেলে মেয়েটি( প্রেমিক) মোঃ তরিকুল ইসলাম এর বাড়িতে উঠে কিন্তু বাড়ির লোকজন মেয়েটিকে বাড়িতে উঠতে না দিলে মেয়েটিঃ সাবেক মেম্বার মোমেনার বাড়িতে উঠে বলেও জানা যায়। এক পর্যায়ে  মেয়ের পরিবার থেকে ২০ লক্ষ টাকা  দেন মোহরানা দাবি করে  এবং ২০ লক্ষ টাকা মোহরানা ধার্য করে বিয়ে  দিতে মেয়ের পরিবার একমত হলেও  ছেলের পরিবার  একমত না হয়ে ৫ লক্ষ টাকা  দেনমোহর দিতে সম্মত হয় ।   দেনমোহর নিয়ে  ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয়েই  যখন  একমত হতে পারেনা। তখন মেয়ের পরিবার  ছেলের বিরুদ্ধে  অভিযোগ করলে  পরবর্তীতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ফোর্স গিয়ে রাত্রিবেলায় ছেলেটিকে আটক করে নিয়ে আসে বর্তমানে ছেলেটি ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে আছে। মেয়েটি  বর্তমানে মেয়ের পরিবারের হেফাজতে আছে। প্রকাশ থাকে যে ছেলে এবং মেয়ে উভয়েরই বিয়ের উপযুক্ত বয়স হয় নাই। এটাও জানা যায় যে, ছেলের পরিবার এবং মেয়ের পরিবার এই বিষয়টা নিয়ে এখনো সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানা যায়।

Post a Comment

Previous Post Next Post