লালপুরে প্রেমিকার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা

ওবাইদুর রহমান জিলানী ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধিঃনাটোরে লালপুর উপজেলা ২নং ঈশ্বরদী ইউনিয়নে পালিদেহ গ্রামে মৃত: ছৈমুদ্দিন খাঁ এর মেয়ে মোছাঃ রিতু খাতুন(১৮) আজ সোমবার (১৪ জুন) দুপুর ২ টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক খেয়ে অসুস্থ হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কিন্তু লোকবলের অভাবে রাজশাহীতে যেতে না পেরে উক্ত রিতু খাতুন বর্তমানে ঈশ্বরদী পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

 স্থানীয় সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত পিয়ারাখালী (কবরস্থানের পাশে) গ্রামের জনৈক মোঃ তুফান (২৪) এর সহিত ঋতু খাতুনের দীর্ঘ ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রেমিক তুফান মেয়েটার  সহিত শারীরিক সম্পর্কও গড়ে তোলে। 

গত


কাল(১৩ জুন) প্রেমিক লম্পট অন্যত্র বিবাহ করলে প্রেমিকা উক্ত সংবাদ জানা মাত্র আত্মহত্যার উদ্দেশ্যে হারপিক খায়। বর্তমানে উক্ত রিতু খাতুন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, তিনি মোটামুটি সুস্থ তবে শঙ্কামুক্ত নন বলে জানা যায়।

Post a Comment

Previous Post Next Post