সুজানগর থানা ধারাবাহিক অভিযানে দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৯/০৭/২০২২ তারিখ সুজানগর থানাধীন দুলাই দোপপাড়া গ্রামস্থ আসামী মোঃ ফরমান শেখ পিতা- মোঃ আজাহার শেখ এর বসত বাড়ীর আঙ্গিনা হইতে ০৪.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ ফরমান শেখ (৩০), পিতা-মোঃ আজাহার শেখ , ২. মোঃ আলমগীর শেখ (২৭), পিতা-মোঃ g›Uz শেখ , উভয় সাং দুলাই দোপপাড়া, থানা-সুজানগর, জেলা-পাবনা।
