ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ পালিত।

 ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ পালিত।






 এস এম নুরুল আমিন, নিজস্ব সংবাদদাতা ভুরুঙ্গামারীঃ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২৩ জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।


এ ছাড়াও ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচারণা-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চ:দা) আদম মালিক চৌধুরী।


মত বিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার এর ইনিস্ট্রাকটর আতিকুর রহমানসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post