হবিগঞ্জের এড়াইল্লা গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

 হবিগঞ্জের এড়াইল্লা গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার



আল সাইমুম আহাদ, হবিগঞ্জ:  হবিগঞ্জ সদর উপজেলাট এড়াইল্লা গ্রামে মোঃ বিলাল মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মোঃ বিলাল মিয়া ঐ গ্রামের মোঃ হাশিম মিয়া পুত্র। তাদের ৪ ভাই ও ৪ বোন বোনের মধ্যে তিনি একজন।


জানা যায়, সকালে তিনি মায়ের সাথে টাকা পয়সার বিষয় নিয়ে ঝগড়া করেন, তারপর রাগ করে বাড়ি থেকে বের হয় যায়। কিছুক্ষণ পর তার আত্মহত্যার খবর পেয়ে তারা ঘটনাস্তলে ছুটে যান।


কয়েক বছর আগে তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন, বিয়ের কয়েকমাসের মধ্যে তার বউ মারা যায়, এলাকাবাসি'দের মতে তিনি তার বউকে হত্যা করেছিলেন, এতে তার দুই বছরের জেলও হয়।


এ বছরের ঈদুল ফিতরের পরে তিনি আরেকটা বিয়ে করেন।

Post a Comment

Previous Post Next Post