নেত্রকোনায় এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার

 নেত্রকোনায় এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেন জেলা (ডিবি)পুলিশ,, 



 মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।


নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ হারুন অর রশিদের সার্বিকদিক নির্দেশনায় ও অফিসার ইন-চার্জ (ডিবি পশ্চিম) মোঃ রফিকুল ইসলামের তত্বাবধানে জেলার আটপাড়ায় ডিবি নেত্রকোনার একটি টিম এ অভিযান পরিচালনা করে।


গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া উপজেলার মানিষ এলাকায় অভিযানকালে মোঃ শামছুউদ্দিন খাঁনের পরিত্যক্ত একটি বাংলা ঘরের বারান্দা থেকে এক (১ কেজি) গাঁজাসহ মানিষা গ্রামের মৃত  মিরাজ খাঁনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁন (৬০) কে গ্রেফতার করা হয়।


ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরো এক মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁনের পুত্র মোঃ শাহিনুর আলম খাঁন (৪২) সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায়। উক্ত পলাতক আসামী আলমের বিরুদ্ধে মাদক,চুরিসহ একাধিক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।


অফিসার ইন-চার্জ (ডিবি পশ্চিম) মোঃ রফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন খাঁনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি নেত্রকোনা’র অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post