ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

 ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত




স্টাফ রিপোর্টারঃ ইয়ামিন হোসেনঃ ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুস সামাদ (৬২) নামের অগ্রনী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

ঝিনাইদহের


আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাটতে বেরিয়েছিলো আব্দুস সামাদ। সাড়ে ৬ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা গামী একটি দ্রæতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭ টার দিকে মারা যায় আব্দুস সামাদ।

Post a Comment

Previous Post Next Post