বানারীপাড়ায় ২ সন্তান হারিয়ে শোকে পাথর ইয়াকুব

 বানারীপাড়ায় ২ সন্তান হারিয়ে শোকে পাথর ইয়াকুব






বানারীপাড়া প্রতিনিধিঃ- বরিশালের বানারীপাড়ায় ২ সন্তান হারিয়ে শোকে পাথর রাজমিস্ত্রী ইয়াকুব।

বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি ইয়াকুব আলী। পৃথক দুটি মর্মান্তিক দূর্ঘটনায় হারিয়েছে দুই ছেলেকে। যারা সবে মাত্র ধরতে শুরু করেছিল সংসারের হাল।

রাজমিস্ত্রি ইয়াকুবের বড় ছেলে মৃত: ইমরান হোসেন (১৬) বানারীপাড়া বন্দর বাজারের কাপড় পট্রিতে নির্মানাধীন একটি বিল্ডিংয়ের কাজ করার সময়  দোতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দীর্ঘ দু’মাস চিকিৎসাধিন অবস্থায় ২০১৬ সালের ৭ মে রাত ৩টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ইমরান মারা যায়।

গত ৯ জুলাই শনিবার রাতে বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজার সংলগ্ন স্থানে মাহিন্দ্রা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়। এদের মধ্যে ২ বন্ধু রাব্বী ও  মো. সায়েম (২০) গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ লাইফ সাপোর্টে থেকে ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করে। ১৬ জুলাই শনিবার সকাল ১০টায় জানাজা শেষে উপজেলার মহিষাপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে বড় ভাই ইমরানের কবরের পাশে সায়েমকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

দুই সন্তানকে হারিয়ে পরিবারের পাশাপাশি এলাকার সকল মানুষের মাঝে শোকে ছায়া নেমে এসেছে। প্রথম সন্তান হারিয়ে যখন ২য় ছেলেকে নিয়ে যখন স্বপ্ন দেখা শুরু করেছে তা ভেঙ্গে গেল এক নিমিষে।দুই সন্তান হারিয়ে শোকে পাথর পিতা ইয়াকুব।

"একটি দুর্ঘটনা সারা জিবনের কান্না" সে কথাটিই যেন আবার মনে করিয়ে দিল সবাইকে।

Post a Comment

Previous Post Next Post