নওগাঁর বদলগাছীতে টিসিবির কার্ডে অনিয়মের প্রশ্ন করায় মেম্বার কে মারধর

 নওগাঁর বদলগাছীতে টিসিবির কার্ডে অনিয়মের প্রশ্ন করায় মেম্বার কে মারধর



মোসফিকা আক্তার নওগাঁ জেলা  প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে গত ২রা জুলাই  ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে টিসিবি কার্ডধারীদের টিসিবির মালামাল দেওয়া হচ্ছিল ঘটনাস্থলে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান(৫২) জানতে পারে তার ওয়ার্ডের ৮থেকে১০ টি সহ বেশকিছু কার্ডধারী টিসিবির মালামাল পাই নাই।




এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান টিসিবির ডিলার কে জিজ্ঞাসা করিলে যে আমার ওয়ার্ডের এখনো সবাই টিসিবির মালামাল পাই নাই কেন? ডিলার বলেন মালামাল শেষ হয়ে গেছে আজকে আর কেউ টিসিবির মালামাল পাবে না। ইউপি সদস্য বলেন, যে যতগুলি কার্ড ততগুলি মালামাল পাঠানোর কথা ছিল তাহলে কেন সকলে মালামাল না পেতেই শেষ হলো? ডিলার বলেন এ বিষয়ে আপনি ইউপি চেয়ারম্যান মাসুদ রানাকে বলেন তিনিই ভালো জানেন।




ইউপি সদস্য সরাসরি পরিষদে চলে আসেন এবং ইউপি চেয়ারম্যান কে এ বিষয়ে জিজ্ঞাসা করে। চেয়ারম্যান বিভিন্ন এলোমেলো কথা বলে এবং এক সময়ে তিনি ক্ষিপ্ত হয়ে তার বিভিন্ন অন্যায় ও অপকর্মের সঙ্গী ২নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল ইসলাম বাবু কে ইশারা করলে বাবু ইউপি সদস্য মান্নান কে মারধর করে রক্তাক্ত করে । ঘটনাস্থলে উপস্থিত ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম ও ইউনিয়নের অন্যান্যরা ইউপি সদস্য মান্নান কে বদলগাছী হাসপাতালে নিয়ে যায়। 




আমরা সরজমিনে গিয়ে জানতে পারি ঘটনাটি সত্য উপস্থিত ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্যরা এ বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করেন। ইউপি চেয়ারম্যান কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ইউনিয়নে আমরা যা ইচ্ছা তাই করবো আপনাদের কোন প্রশ্নের জবাব দিতে পারবো না। থানা পুলিশ বা সাংবাদিকদের আমার ইউনিয়নের কোন বিষয় নিয়ে মাথা দেওয়ার প্রয়োজন নেই।




এ বিষয়ে ভুক্তভূগি ইউপি সদস্য আব্দুল মান্নান বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Post a Comment

Previous Post Next Post